Wednesday, April 15, 2020

How to Create a Gmail Account. Bangla Tutorial. Step by Step.

 

Welcome to SHIKHBO AMRA Bangla tutorial channel. Today we will learn how to easily open a Gmail account. This Gmail account, open the video are given step by step. I hope you see this video you can learn how to open a Gmail account. Thank you.

Please Subscribe For More Updates: https://bit.ly/3clMtMW 
➡️➡️➡️ Follow Us Socially
Join Facebook Page : Page : https://bit.ly/2VAjeiq 
Join Facebook Group : Group : https://bit.ly/2Vu2IRg 
Like SHIKHBO AMRA : FB : https://www.facebook.com/shikhbo.amra.9 

 

Open & Close Microsoft Word : MS Word Bangla Tutorial - Part- 1

Welcome to SHIKHBO AMRA Bangla tutorial channel. This is a Microsoft Office Word (MS Word) Tutorial. This tutorial describes how to open a Microsoft Word (MS Word) software. You will also know how to close or exit Microsoft Word (MS Word) software. After learn this lesson you can open any software in windows operating system and also close any software.
 
এ পর্বে থাকছে : - উইন্ডোজ অপারেটিং সিস্টেম ২০০৭ ভার্সনে কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড (MS Word) সফটওয়্যারটি চালু করবেন। - এম এস ওয়ার্ড যেভাবে বন্ধ করবেন (সকল পদ্ধতি)।
 
 
 
 
 
 
 
Please Subscribe For More Updates: https://bit.ly/3clMtMW 
 
➡️➡️➡️ Follow Us Socially
 
Join Facebook Page : Page : https://bit.ly/2VAjeiq 
 
Join Facebook Group : Group : https://bit.ly/2Vu2IRg 
 
Like SHIKHBO AMRA : FB : https://www.facebook.com/shikhbo.amra.9 
 
 
কম্পিউটার সম্পর্কে আপনার যদি একেবারে কোন জ্ঞান না থাকে তাহলে এ চ্যানেলের টিউটোরিয়াল দেখার মাধ্যমে আপনি হয়ে উঠবেন কম্পিউটারের মাস্টার। এ চ্যানেলের সাথে থাকলে আপনারা পাবেন কম্পিউটারের প্রাথমিক ধারনা। ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ এম এস ওয়ার্ডের (MS Word) প্রাথমিক বিষয়গুলো শিখতে পারবেন। যদি ইচ্ছে করেন তাহলে এম এস ওয়ার্ডের এডভান্স বিষয়গুলোও জানতে পারবেন। এছাড়া জানতে পারবেন কিভাবে এক্সেল (MS Excel) সফটওয়্যার চালাতে হয়। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পাওয়ার পয়েন্ট (Power Point) সম্পর্কেও জানতে পারবেন। অর্থাৎ অফিস ম্যানেজমেন্ট করতে আপনার প্রাথমিক ভাবে কম্পিউটারের যেসব বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয় সেসব শিখতে পারবেন এ চ্যানেল থেকে। এ ৩টি সফটওয়্যার শেখার পর আপনি ইচ্ছে করলে গ্রাফিক্স ডিজাইনও (Graphic Design) শিখতে পারবেন আমাদের এডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator) ও এডোবি ফটোশপের (Adobe Photoshop) টিউটোরিয়ালগুলোর মাধ্যমে। এছাড়া আপনার যদি ভিডিও এডিটিং শেখার ইচ্ছে থাকে তাহলে রয়েছে এডোবি প্রিমিয়ারের (Adobe Premiere) ভিডিও টিউটোরিয়াল। সর্বশেষে থাকছে ওয়েব ডিজাইন (Web Design), ওয়েব ডেভেলপমেন্ট (Web Development) ও পিএইচপি (PHP) ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারবাহিক টিউটোরিয়াল।

 

Sunday, April 12, 2020

শট্ এবং শট্ বিভাজন (Shot and shot Division)

শট্ বিভাজনের প্রকারভেদ

১. এক্সট্রিম লং শট (Extreme Long Shot) : এই শটে স্থান বা পরিবেশ প্রাধান্য পাবে। ব্যক্তি বা বস্তুকে খুব ছোট দেখাবে। প্রাকৃতিক বা ঐতিহাসিক স্থান দেখাতে এই শটের গুরুত্ব অপরিসীম। এমনকি ব্যক্তি বা বস্তু বিন্দুর মতোও হতে পারে।
২. লং শট (Long shot) : ব্যক্তি বা বস্তুর পূর্ণাঙ্গ ছবি ও তার সঙ্গে ফ্রেমের উপরে নিচে কিছু জায়গা থাকবে। যদি কোন ব্যক্তি উপরে হাত ওঠায় হাতটি ফ্রেমের মধ্যেই থাকবে আবার সামনে পা বাড়ালে তবুও ব্যক্তিটি ফ্রেমের মধ্যে থাকবে।
৩. মিড শট (Mid shot) : কোন ব্যক্তির হাঁটু থেকে মাথা পর্যন্ত শটকে মিড লং শট বলে। তবে লং শটের চেয়ে কম শট থাকবে।
৪. ক্লোজ আপ শট (Close up Shot) : নাভী বা কুনই থেকে মাথা পর্যন্ত শটকে ক্লোজ আপ শট বলে। তবে মাথার উপরে মিড শটের চেয়ে কম জায়গা থাকবে।
৫. এক্সট্রিস বা বিগ ক্লোস শট (Extract/Big Close Shot) : থুতনি থেকে মাথা পর্যন্ত শটকে এক্সট্রিস বা বিগ ক্লোস শট বলে। তবে এর ভিতরে যে কোনে অংশ শট নেয়াকেই এক্সট্রিস বা বিগ ক্লোস শট বলে। (যেমন: নাক, মুখ, চোখ, দাঁত ইত্যাদি)
৬. টিল্ট শট (Tilt Shot) : টিল্ট শটকে আবার দু’ভাগে ভাগ করা হয় : যেমন-
    (ক) টিল্ট আপ (Tilt up) : ক্যামেরা না থামিয়ে স্মুথলি নিচ থেকে উপরে যাওয়াকে টিল্ট আপ বলে।
    (খ) টিল্ট ডাউন (Tilt down) : ক্যামেরা না থামিয়ে স্মুথলি উপর থেকে নিচে আনাকে টিল্ট ডাউন বলে।




 ৭. প্যান শট বা প্যানিং শট (Pan shop/Panning shot) : প্যান শট বা প্যানিং শটকে আবার তিন ভাগে ভাগ করা হয়।  যেমন-
    (ক) Left to Right : বাম থেকে শুরু হয়ে বামে গিয়ে থামবে।
    (খ) Right to Left : ডান থেকে শুরু হয়ে ডানে গিয়ে থামবে।
    (গ) Reveres : বাম বা ডান থেকে শুরু হয়ে না থেমে আবার বিপরীত দিকে আসবে।
৮. Over The Solder : ঘাড়ের উপর দিয়ে ক্যামেরা ধরা হবে। পাত্র কথা বললে পাত্রীর দিকে ক্যামেরা শট করা হবে আবার পাত্রী কথা বললে পাত্রের দিকে ক্যামেরা শট করা হবে।
৯.    Top Shot : উপর থেকে যে শট নেয়া হয়। যেমন : ছাদ থেকে মিছিলের শট।
১০.  Arial Shot : দূর্যোগের সময় হেলিকপ্টার থেকে নিচে শট নেয়াকে Arial Shot শট বলে।
১১.  Crain Shot : ক্রেইনের মাধ্যমে যে শট নেয়া হয় তাকে Crain Shot বলে।
১২.  Trolley Shot : ক্রেইনের মতো যে শট নেয়া হয় তাকে Trolley Shot বলে।
১৩. Dolly Shot :  মাটিতে চাকার মাধ্যমে যে শট নেয়া হয় তাকে Dolly Shot বলে।
১৪.  Hand Held Shot : হাতে ক্যামেরা নিয়ে যে যে শট নেয়া হয়।