Sunday, April 12, 2020

শট্ এবং শট্ বিভাজন (Shot and shot Division)

শট্ বিভাজনের প্রকারভেদ

১. এক্সট্রিম লং শট (Extreme Long Shot) : এই শটে স্থান বা পরিবেশ প্রাধান্য পাবে। ব্যক্তি বা বস্তুকে খুব ছোট দেখাবে। প্রাকৃতিক বা ঐতিহাসিক স্থান দেখাতে এই শটের গুরুত্ব অপরিসীম। এমনকি ব্যক্তি বা বস্তু বিন্দুর মতোও হতে পারে।
২. লং শট (Long shot) : ব্যক্তি বা বস্তুর পূর্ণাঙ্গ ছবি ও তার সঙ্গে ফ্রেমের উপরে নিচে কিছু জায়গা থাকবে। যদি কোন ব্যক্তি উপরে হাত ওঠায় হাতটি ফ্রেমের মধ্যেই থাকবে আবার সামনে পা বাড়ালে তবুও ব্যক্তিটি ফ্রেমের মধ্যে থাকবে।
৩. মিড শট (Mid shot) : কোন ব্যক্তির হাঁটু থেকে মাথা পর্যন্ত শটকে মিড লং শট বলে। তবে লং শটের চেয়ে কম শট থাকবে।
৪. ক্লোজ আপ শট (Close up Shot) : নাভী বা কুনই থেকে মাথা পর্যন্ত শটকে ক্লোজ আপ শট বলে। তবে মাথার উপরে মিড শটের চেয়ে কম জায়গা থাকবে।
৫. এক্সট্রিস বা বিগ ক্লোস শট (Extract/Big Close Shot) : থুতনি থেকে মাথা পর্যন্ত শটকে এক্সট্রিস বা বিগ ক্লোস শট বলে। তবে এর ভিতরে যে কোনে অংশ শট নেয়াকেই এক্সট্রিস বা বিগ ক্লোস শট বলে। (যেমন: নাক, মুখ, চোখ, দাঁত ইত্যাদি)
৬. টিল্ট শট (Tilt Shot) : টিল্ট শটকে আবার দু’ভাগে ভাগ করা হয় : যেমন-
    (ক) টিল্ট আপ (Tilt up) : ক্যামেরা না থামিয়ে স্মুথলি নিচ থেকে উপরে যাওয়াকে টিল্ট আপ বলে।
    (খ) টিল্ট ডাউন (Tilt down) : ক্যামেরা না থামিয়ে স্মুথলি উপর থেকে নিচে আনাকে টিল্ট ডাউন বলে।




 ৭. প্যান শট বা প্যানিং শট (Pan shop/Panning shot) : প্যান শট বা প্যানিং শটকে আবার তিন ভাগে ভাগ করা হয়।  যেমন-
    (ক) Left to Right : বাম থেকে শুরু হয়ে বামে গিয়ে থামবে।
    (খ) Right to Left : ডান থেকে শুরু হয়ে ডানে গিয়ে থামবে।
    (গ) Reveres : বাম বা ডান থেকে শুরু হয়ে না থেমে আবার বিপরীত দিকে আসবে।
৮. Over The Solder : ঘাড়ের উপর দিয়ে ক্যামেরা ধরা হবে। পাত্র কথা বললে পাত্রীর দিকে ক্যামেরা শট করা হবে আবার পাত্রী কথা বললে পাত্রের দিকে ক্যামেরা শট করা হবে।
৯.    Top Shot : উপর থেকে যে শট নেয়া হয়। যেমন : ছাদ থেকে মিছিলের শট।
১০.  Arial Shot : দূর্যোগের সময় হেলিকপ্টার থেকে নিচে শট নেয়াকে Arial Shot শট বলে।
১১.  Crain Shot : ক্রেইনের মাধ্যমে যে শট নেয়া হয় তাকে Crain Shot বলে।
১২.  Trolley Shot : ক্রেইনের মতো যে শট নেয়া হয় তাকে Trolley Shot বলে।
১৩. Dolly Shot :  মাটিতে চাকার মাধ্যমে যে শট নেয়া হয় তাকে Dolly Shot বলে।
১৪.  Hand Held Shot : হাতে ক্যামেরা নিয়ে যে যে শট নেয়া হয়।

No comments:

Post a Comment